নভেরা হোসেন এ শহর ধোঁয়ায় আকীর্ণ মেট্রোপলিটন কতকাল আর পাহারা দেবেযক্ষের ধনের মতো কীটের শরীর? আষাঢ়ের ঘন কালো মেঘের আনাগোনা নেই আকাশে। সন্ধ্যার নৈঃসঙ্গ্যতায় দূর হতে ডেকে যায় সারসেরা। একটা দুটো বাস চলে যায়, আমিও যেতে থাকি নিসর্গ নামের বাসে চড়ে। শহর থেকে লোকালয়ে, নিঃশব্দ বনের পথে? বন, বৃক্ষরাজি তাদের… Read More